কবিতা : ১৫ই আগস্ট সেই কালো রাত .
বেবী বড়ুয়া.
=============.
১৫ই আগস্ট গভীর রাত.
সকলে ঘুমে বিভোর.
চারিদিকে নিঝুম রাতের ঝিঁঝিঁ পোকার ডাক।.
হঠাৎ কিসের যেন শব্দ কানে,.
উঠে বসলেন জাতির পিতা শেখ মুজিব,.
চশমাটা খুঁজতেই বেগম বল্লেন,.
কি হলো তোমার?.
চিন্তিত মুজিব,.
ভারি কন্ঠে বল্লেন রেণু,.
বাহিরে কিসের গন্ডগোল?.
চমকে উঠে রেণু বলেন,.
না তুমি যেওনা,.
আমি দেখছি।.
সাথে সাথে হায়েনার দল.
ঝাঁপিয়ে পড়লো।.
চারিদিকে প্রচন্ড গুলির আওয়াজ.
উত্তেজিত কন্ঠে মুজিব বলেন কি হলো,.
কিসের আওয়াজ।.
উঠে দাঁড়ালেন, বের হবেন.
ততক্ষণ হায়নার দলেরা.
একে একে সবাইকে,.
শেষ করে দিয়ে ছোট্ট রাসেলকে.
টেনে হেঁচড়ে নিয়ে এলো।.
রাসেলের কাকুতি, মিনতি,.
কতো বাঁচার চেষ্ঠা,.
নরপশুদের হাত থেকে আর বাঁচতে পারবেনা যেনে।.
বল্লো কাকু আমায় একটু পানি দাও.
আমি পানি খাবো,.
নরপশুরা তাও দিলো না।.
জাতির পিতা শেখ মুজিব এলো ঘরের বাইরে.
শিঁড়িতে পা রাখতেই চারদিক থেকে.
অজশ্র গুলিতে বুকটা করে দিলো.
ঝাঁঝরা বাঁচতে দিলোনা বঙ্গমাতাকেও।.
এমন বিরল ঘটনা.
পৃথিবীর সেরা করেছে ইতিহাস.
এই বাংলায় যাদের জন্য.
বঙ্গবন্ধু জীবনের অর্ধেকের.
বেশি সময় করেছে পার জেলখানায়,.
তারা কিনা করল খুন.
অবশেষে হায়েনারই বেসে।.
. .
ডে-নাইট-নিউজ / বেবী বড়ুয়া
আপনার মতামত লিখুন: